স্কুল চ্যাম্পিয়ন কিশোরনগর শচিন্দ্র শিক্ষা সদন।

Oct 7, 2023 - 23:23
Oct 8, 2023 - 07:58
 0  99
স্কুল চ্যাম্পিয়ন কিশোরনগর শচিন্দ্র শিক্ষা সদন।

কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্ত মহকুমা সিনিয়র নক আউট স্কুল ফুটবল চ্যাম্পিয়ন কিশোরনগর শচিন্দ্র শিক্ষা সদন। আজ ফাইনাল খেলায় যে দুটি স্কুল অংশ নেয় কিশোরনগর শচিন্দ্র শিক্ষা সদন ও ক্ষেত্রমোহন বিদ্যাভবন। খেলা শুরু হওয়ার আগে খেলোয়াড়দের সংগে পরিচিত হন সংস্থার সাধারণ সম্পাদক সুপ্রকাশ গিরি, ট্রফি দাতা তথা মাদার নার্সিং হোমে এর কর্নধার পবিত্র জানা ক্রীড়া সম্পাদক পিনাকী দিন্দা ও অনান্য কর্মকর্তা গন। মেগা ফাইনাল খেলা দুটি স্কুল প্রথম থেকেই আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে খেলা শুরু করে যা হাজার পাঁচেক দর্শক তারিয়ে তারিয়ে উপভোগ করেন কিন্তু নির্ধারিত সময় কোন স্কুলই গোল করতে পারেনি ফলে খেলা গোল শূন্য আবস্থা শেষ হলে। নিয়ম অনুযাই খেলা ট্রাইবেকারে এগোয়।  কিশোরনগর শচিন্দ্র শিক্ষা সদন ৩-২ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন শিরপা লাভ করে। ম্যান অফ দি ম্যাচ নবরূপা সু হাউস পুরস্কার লাভ করেন সাদিরুল ইসলাম কিশোরনগর, সেরা গোলকিপার খাঁন ইন্তেহান আলি কিশোরনগর, সর্ব্বোচ্চ গোলদাতা প্রীতম বাঙ্গাঁরী( ৪) কাঁথি হাইস্কুল, প্রতিযোগিতার সেরা খেলোয়াড় শুভ ঘোড়াই ক্ষেত্রমোহন সব পুরস্কার গুলি দেওয়া হয় মৃত্যুজয় দাস অধিকারী স্মৃতির উদ্দেশ্যে। খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত। প্রধান অতিথি ছিলেন ট্রফি দাত পবিত্র জানা প্রাক্তন খেলোয়াড় শংকর প্রসাদ দাস। স্বাগত বক্তব্য রেখে সবাই কে অভিনন্দন জানান সংস্থার সাধারণ সম্পাদক সুপ্রকাশ গিরি এবং ঘোষণা করেন আগামী ১৫ অক্টোবর  ৮ স্কুল নিয়ে ওয়ান ডে ফুটবল খেলা হবে। উপস্থিত ছিলেন দুই সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা, ইমরান আলি খাঁন, কোষাধ্যক্ষ সুস্মিত মিশ্র, কার্যকরী কমিটির সদস্য গোলকচন্দ্র বিশ্বাস, সঞ্জীত ভৌমিক, মলয় মাইতি, বিশ্বজিৎ মাইতি, রীতা ভুজ্ঞা। সবাই শারদীয়ার আগাম  শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সম্পাতি ঘোষণা করেন সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow