ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই, চলছে তল্লাশি ।

Oct 8, 2023 - 13:36
Oct 8, 2023 - 13:38
 0  314
ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই, চলছে তল্লাশি ।

ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই, চলছে তল্লাশি, 

আবারো তৃণমূলের প্রথম সারির নেতা মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সাতসকালে সিবিআই হানা। আজ সকালে সিবিআইয়ের একটি দল চেতলায় ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছয়। বাড়ির ভিতর ঢুকে তল্লাশি চালাচ্ছে সিবিআই। বাইরে দাঁড়িয়ে বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানেরা। এখন পর্যন্ত কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

ফিরহাদের বাড়ির সামনে জমায়েত করতে শুরু করেছে তাঁর অনুগামীরা। বাড়ির বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে দলীয় কর্মীরা। উঠছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান।

সূত্র মারফত জানা যাচ্ছে ফিরহাদ হাকিমের বাড়িতেই রয়েছে। তাঁর নিরাপত্তারক্ষীরা ভিতরে ঢুকতে চাইলে সিআরপিএফ জওয়ানেরা বাধা দেন। কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। পুর নিয়োগ মামলায় বাড়িতেই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ফুলের সূত্র মারফত জানা যাচ্ছে।

পুর নিয়োগ মামলায় ৫ অক্টোবর রথীনের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। গভীর রাত পর্যন্ত সেই তল্লাশি চলেছিল। সাড়ে ১৯ ঘণ্টা পর রাত পৌনে ২টো নাগাদ তদন্তকারীরা রথীনের বাড়ি থেকে বেরিয়ে আসেন। শুধু রথীন নন, একই দিনে ১০ থেকে ১২টি দলে ভাগ হয়ে বরাহনগর, সল্টলেক-সহ মোট ১২টি জায়গায় হানা দিয়েছিল ইডি। কামারহাটি পুরসভার তৃণমূলের পুর চেয়ারম্যান গোপাল সাহার অমৃতনগরের বাড়ি, বরাহনগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিকের বাড়ি এবং টিটাগড়ের প্রাক্তন পুর চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। শিক্ষক নিয়োগের পাশাপাশি রাজ্যের বিভিন্ন পুরসভাতেও নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ উঠেছে। কলকাতা হাই কোর্টে সেই মামলা উঠলে কেন্দ্রীয় সংস্থাকে তদন্তের ভার দেয় আদালত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow