আসছে ঘূর্ণিঝড় মিগজাউম।

Dec 4, 2023 - 10:12
 0  1179
আসছে ঘূর্ণিঝড় মিগজাউম।

মিগজাউমে ১০০ কিমি বেগে উঠবে ঝড়! এখন থেকেই মৎস্যজীবীদের সতর্কবার্তা জারি করা হয়েছে।  কোন দিক দিয়ে যাবে মিগজাউম? কি বলছে আবহাওয়া দফতর? 

ক্যালেন্ডারের পাতা বলছে এখন নাকি ডিসেম্বর। কিন্তু শীতের দেখা কই? ডিসেম্বরের দুটো দিন কেটে গেলেও তাপমাত্রার পারদ নামছে না কিছুতেই। হাওয়া অফিস সূত্রে খবর, আন্দামান সাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে আজই গভীর নিম্নচাপ হবে। রবিবার বঙ্গোপসাগরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তার ফলে দেখা দিতে পারে দুর্যোগ। 

তবে এই ঝড়ের প্রভাব কি আদৌ পড়বে বাংলায় ? বাংলায় কোথায় কোথায় বৃষ্টি হবে? কী জানাল আবহাওয়া দফতর?

ডিসেম্বরের এই ঘূর্ণিঝড়ের নাম হবে মিগজাউম। মায়ানমারের দেওয়া এই নাম। আগেভাগেই তা নিয়ে সতর্ক আবহাওয়া দফতর।
 রবিবার থেকে তামিলনাডু অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় যেহেতু তৈরিই হয়নি, তাই কোন পথে বা কোথায় ল্যান্ডফল করবে সে বিষয়ে এখনও সুনিশ্চিতভাবে কিছু জানায়নি আবহাওয়া দফতর। 

ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আপাতত যে গভীর নিম্নচাপ আছে, তা শনিবারের মধ্যে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। রবিবারের মধ্যে সেটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর পরিণত হবে ঘূর্ণিঝড় মিগজাউমে। তারপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার দুপুরের মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূলের কাছে পৌঁছে যাবে।
তারপর ঘূর্ণিঝড়ের অভিমুখ কোনদিকে হবে? মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, সোমবার দুপুরের পর থেকে কার্যত সমান্তরালভাবে উত্তর দিকে এগিয়ে যাবে ঘূর্ণিঝড়। তারপর মঙ্গলবার দুপুর-বিকেলের দিকে নেল্লোর ও মছিলিপত্তনমের মধ্যে দিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল পার করবে মিগজাউম। সেইসময় ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার ঝড় হবে। দমকা হাওয়ার বেগ ১০০ কিমিতে পৌঁছে যেতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত উত্তর উপকূলীয় তামিলনাড়ু, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উপকূলীয় ওড়িশায় ভারী বৃষ্টি হবে। কোনও কোনও জায়গায় প্রবল বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমবঙ্গে সেরকম বৃষ্টি হবে না। একেবারে হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের চারটি জেলায়।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। রবিবার চারটি জেলায় বৃষ্টি হবে - দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া। তাও একেবারে হালকা বৃষ্টি হবে। আগামী পাঁচদিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার হেরফের হবে না। এখনের মতোই কিছুটা বেশি থাকবে তাপমাত্রা। ডিসেম্বরে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow