বিজেপির হয়ে স্লোগান না দেওয়ায় এবার এক তৃণমূল কর্মীর স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ।

May 3, 2024 - 16:20
May 3, 2024 - 16:26
 0  14
বিজেপির হয়ে স্লোগান না দেওয়ায় এবার এক তৃণমূল কর্মীর স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ।

আরামবাগ: অভিযোগ এলাকার বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে।ঘটনায় গ্রেফতার তিন বিজেপি কর্মী অভিযোগ,  বৃহস্পতিবার সন্ধ্যা থেকে হঠাৎ পুরশুড়ার চিলাডিঙ্গি এলাকায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূল কর্মী পান্নালাল মালিককে গালিগালাজ দিতে শুরু করে।এমনকি তাদেরকে জোর করে বিজেপির হয়ে স্লোগান দেওয়ার চেষ্টা করে।সেই ঘটনার প্রতিবাদ করে ওই তৃণমূল কর্মীর স্ত্রী।অভিযোগ, তার পরেই ওই গৃহবধূকে মারধর করা হয়।এমনকি ওই গৃহবধূকে বাড়ির পাশে তুলে নিয়ে গিয়ে তাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ।পরে স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে পুরশুড়ার শ্রীরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।ঘটনায় রাতেই মারধর, শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের হয় পুরশুড়া থানায়।পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে রাতেই তিন জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে।শুক্রবার ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে পাঠায় পুলিশ।তবে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।বিজেপির বিরুদ্ধে তৃণমূল অভিযোগ তুললেও ঘটনায় তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষের পাল্টা অভিযোগ, তাদের কর্মীদের মিথ্যা ভাবে ফাঁসানোর জন্য চেষ্টা করছে।এমনকি তৃণমূল ভয় দেখিয়ে ডাক্তারের কাছে মিথ্যা রিপোর্ট লিখিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow