প্রান বাচাতে, পালাতে গিয়েও শেষ রক্ষা হলো না। হাতির আক্রমনে মৃত্যু হল এক ব্যক্তির

May 3, 2024 - 15:20
 0  18
প্রান বাচাতে, পালাতে গিয়েও শেষ রক্ষা হলো না। হাতির আক্রমনে মৃত্যু হল এক ব্যক্তির

জলপাইগুড়ি: হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম মাংড়ি ওরাও, বয়স আনুমানিক ৫০ বছর। বৃহস্পতিবার গভীর রাতে মালবাজার মহাকুমার চাপরামারি জঙ্গল সংলগ্ন মহাবাড়ি বস্তি এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনকর্মীরা। জানা গেছে গতকাল রাত এ নিজের বাড়িতেই ঘুমিয়ে ছিলেন মাংরি  ওড়াও। হঠাৎ চাপরা মারি জঙ্গল থেকে একটি দাতাল হাতি খাবারের সন্ধানে চলে আসে এই মহাবারি বস্তি এলাকায়। সেই সময় নিজের বাড়িতেই ঘুমিয়ে ছিলেন মাংরি ওরাও। হাতিটি খাবারের খোঁজে মাংরি ওড়াও এর ঘর ভাঙতে থাকে। হাতির ঘর ভাঙ্গার শব্দে ঘুম ভেঙে যায় মাংড়ি ওড়াও এর। এরপর প্রাণ বাঁচাতে ঘর থেকে লুকিয়ে পালাতে গেলেই হাতির সামনে পড়ে যায়। এরপর হাতেটি সুর দিয়ে তুলে ওই ব্যক্তিকে আছার মারে এবং ঘটনাস্থলে মারা যায় মাংরি ওরাও। এরপর আশেপাশের মানুষজন ছুটে আসে। তবে ততক্ষণে হাতি টি আবার জঙ্গলে ফিরে যায়। খবর পেয়ে রাতেই ছুটে আসে মেটেলি থানার পুলিশ এবং বন কর্মীরা। রাতেই মৃতদেহ উদ্ধার করে  থানায় নিয়ে যায় মেটেলি থানা পুলিশ। শুক্রবার খবর পেয়ে মৃতের বাড়িতে আসেন এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান দিপা মিজার বন সুরক্ষা কমিটির সদস্য গোরে ডংগেল সহ অন্যান্যরা। সকলের একটাই দাবি প্রতিদিন এলাকায় হাতির উপদ্রব লেগেই আছে কিন্তু সেইভাবে এলাকায় বনদপ্তরের টহলদারি দেখা যায় না। পাশাপাশি এলাকায় পর্যাপ্ত লাইটে ব্যবস্থারো দাবি জানিয়েছে স্থানীয় মানুষজন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow