শ্রমিক দিবসের দিনে বন্ধ হলো চা বাগান। কর্মহীন হাজার হাজার শ্রমিক

May 1, 2024 - 12:39
 0  7
শ্রমিক দিবসের দিনে বন্ধ হলো চা বাগান। কর্মহীন হাজার হাজার শ্রমিক

বানারহাট:শ্রমিক অসন্তোষের জের। মে দিবসের দিনেই কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি হল বানারহাটের তোতাপাড়া চা বাগানে (Totapara Tea Garden)। বেশ কয়েকদিন ধরেই বাগানটিতে পাওনাগন্ডাকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ চলছিল। কর্মবিরতির কারণ হিসেবে বাগানের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সেইসঙ্গে চরম আর্থিক সংকটের মতো বিষয়গুলির কথা উল্লেখ করা হয়েছে। সূত্রে জানা গিয়েছে, পিএফ, গ্র্যাচুইটির মতো অন্যান্য পাওনাগন্ডার পাশাপাশি সম্প্রতি সেখানে শ্রমিকদের ৩ পাক্ষিক সপ্তাহের মজুরি বকেয়া পড়ে যায়। ফলে শ্রমিক অসন্তোষ চরমে ওঠে। গত ২৭ এপ্রিল এর বিহিত চেয়ে শ্রমিকদের একাংশ বানারহাট থানায় (Banarhat police station) গিয়ে অবস্থানে শামিল হন। এরপর বানারহাট বিডিও অফিসে (BDO Office) একটি ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হলেও সেখানে মালিকদের কেউ উপস্থিত ছিলেন না। প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয় তাঁরা মঙ্গলবার বকেয়া মজুরির এক কিস্তি মিটিয়ে দেবেন। সেটা এদিন দেওয়াও হয়। তারপরই রাতে কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি করা হয়। পুলিশ-প্রশাসনকেও তাঁদের সিদ্ধান্তের কথা মালিকপক্ষ জানিয়ে দেয়। বাগানটির স্থায়ী শ্রমিক সংখ্যা ৮৩০। এর ফলে বিপাকে পড়লেন তাঁরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow