তীব্র দাবদহে ছাত্র-ছাত্রীদের নিয়ে তৃণমূল প্রার্থীর নির্বাচনী প্রচার। আবারো বিতর্কে শাসকদল

Apr 30, 2024 - 14:24
 0  12
তীব্র দাবদহে ছাত্র-ছাত্রীদের নিয়ে তৃণমূল প্রার্থীর নির্বাচনী প্রচার। আবারো বিতর্কে শাসকদল

দক্ষিণ 24 পরগনা : বিতর্ক জেন পিছু ছাড়ছে না তৃণমূলের, বিডিওর নৌকা নিয়ে প্রচারের অভিযোগ শেষ হতে না হতে অন্য বিতর্কে জড়িয়ে পড়লো শওকত মোল্লা, সঙ্গে জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রতিমা মন্ডল। এবার নির্বাচনী বিধিবঙ্গের অভিযোগ বিরোধীদের।  শাসকদলের ভোট প্রচারে স্কুল পড়ুয়াদের সামিল করা নিয়ে জোর বিতর্ক দেখা দিল ক্যানিং পূর্বে। রীতিমত পিঠে ব্যাগ নিয়ে স্কুলের ইউনিফর্ম পরে এই গরমে বাচ্ছারা হাঁটল কয়েক কিলোমিটার। অভিযোগ, ছোট ছোট বাচ্ছাদের ‘মডেল’ হিসাবে ব্যবহার করেছেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল ও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ের বোদরা থেকে নিমতলা পর্যন্ত তিন কিলোমিটার পথ হাঁটতে হয় ছোট শিশুদের। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিরোধীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পদযাত্রার মূল আয়োজক  ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।দলীয় সূত্রে খবর, রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প গুলিকে প্রচারের হাতিয়ার করছে তৃণমূল। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রুপশ্রী, স্বাস্থ্য সাথী প্রকল্প গুলিকে প্রচারের প্রথম সারিতে রাখা হচ্ছে। অভিযোগ,প্রখর রোদের মধ্যে সোনারপুর-ঘটকপুকুর রোডের বোদরাতে প্রতিমা মন্ডলের সমর্থনে একটি বড় র‍্যালি করেন শওকত। সেই র‍্যালিতে কন্যাশ্রী, রুপশ্রী ,সবুজসাথীর মত প্রকল্পগুলিকে তুলে ধরতে স্কুলের বাচ্ছাদের মডেল হিসাবে হাজির করানো হয়। তৃণমূলের দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে প্রচন্ড গরমের মধ্যে পদযাত্রায় অংশ নেন খুদেরা। গরমের কথা মাথায় রেখে যখন রাজ্য সরকার পড়ুয়াদের বিশ্রাম দিতে স্কুল ছুটি দিয়েছে তখন কিভাবে অমানবিকতার নজির দেখিয়ে এভাবে ছোটদের দিয়ে র‍্যালিতে অংশগ্রহণ করানো হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow